জানা-অজানা, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০

Friday, December 31, 2010

শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০
জানা-অজানা

ঋজু মানব
আধুনিক মানবজাতির ক্রমবিকাশ ধারায় ঋজু মানবের বিকাশ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ধরা হয়। অনুমান করা হয়, ১০ লাখ বছর আগে মানব-সম প্রাণী অস্ট্রালোপিথিকাসরা ক্রমশ বিবর্তিত হয়ে ঋজু মানবে পরিণত হয়। বস্তুত তাদের শারীরিক গঠন অস্ট্রালোপিথিকাসদের চেয়ে অনেক বেশি উন্নত এবং বর্তমান মানুষের কাছাকাছি ছিল। তবে এরা কিছুটা ঋজু বা বাঁকানো ভঙ্গিতে চলাচল করত। এরা সম্পূর্ণ সোজা হয়ে হাঁটতে পারত না।

0 comments:

Post a Comment

Categories

Ads 468x60px