Here are some terms and regulations of LyricsDemon.wordpress.com
লিরিকস্ ডেমন -এর নিয়মাবলী
=*=*=*=
১। এই সাইটটি তে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে Lyrics যোগ করা হয়েছে। Search Box এ আপনার কাঙ্খিত Lyric বা Artist এর নাম লিখে এন্টার চাপলেই সেটা পেয়ে যাবেন যদি তা আমাদের সাইট এ থাকে।
---
২। যদি আপনি আপনার Lyric টি খুঁজে পেতে ব্যর্থ হন তবে তা পেতে Request পেজ এ ভিসিট করতে পারেন এবং যে কোন Lyric Request করতে পারেন।
---
৩। আপনি যদি কোনো Lyric খুঁজে না পান এবং তা যদি এই সাইটে যোগ করতে চান তবে Submit Anything পেজ এ মন্তব্য আকার সেটা পোস্ট করতে পারেন। সেটা যে কোনো ভাষার ই হতে পারে। (অবশ্যই আপনাকে রিকুয়েস্ট/ সাবমিট পেজ ব্যবহার করতে হবে।)
---
৪। অনুগ্রহ পূর্বক কোনো Lyric এর উপর কোনো বাজে মন্তব্য করবেন না। কোনো রকমের বাজে মন্তব্য পাওয়া গেলে সেটা মুছে ফেলা হবে। তবে সব ধরনের আলোচনা, সমালোচনা, পরামর্শ সবসময় ই স্বাগতম।
---
৫। কপিরাইট © আইনের প্রতি শ্রদ্ধা রেখে কোন প্রকার সফটওয়্যার এর সিরিয়াল নাম্বার বা ক্রাক ফাইলের লিংক দেয়া যাবে না। যদি এরকমের কোনো লিঙ্ক পাওয়া যায় তবে তা ডাইরেক্টরী থেকে সরাসরি মুছে ফেলা হবে।
---
৬। যদি আপনারা কেউ কোনো Lyric অন্য কোনো সাইট থেকে এই সাইট এ প্রকাশ করতে চান, তবে অবশ্যই সেই সাইট এর নাম প্রকাশ করবেন। কেননা, উক্ত সাইট এর নাম প্রকাশ না করলে তা হবে কপিরাইট বিরুদ্ধ।
---
৭। কোন ভিসিটর / সাইটের সদস্য কে ব্যঙ্গ করে কোন মন্তব্য করা যাবে না।
---
৮। বিশেষ কোন ব্যাক্তি, জাতি বা গোষ্ঠিকে, অথবা কোন আঘাত করে বা উষ্কানীমূলক কিছু লেখা যাবে না।
---
৯। কোনো রকমের কোনো বাজে ছবির লিঙ্ক দেয়া যাবে না।
---
১০। প্রয়োজনে অ্যাডমিন যেকোন সময় সাইট সাময়িক ভাবে বন্ধ করার ক্ষমতা রাখেন। এ ব্যাপারে অ্যাডমিন এর সাথে ইমেইল এ অথবা মোবাইল নাম্বার এ যোগাযোগ করা যাবে।
---
0 comments:
Post a Comment