(একটি সায়েন্স ফিকশন)
ধ্বংস
-মেহেদী হাসান
২২৫০ সাল। পৃথিবীর অনেক পরিবর্তন ঘটেছে। সেই সাথে পরিবর্তন ঘটেছে জীবনে চলার গতির। জনসংখ্যা খুবই সীমিত। রোবট বেড়েছে বহুগুনে এবং বাড়ছে অত্যন্ত দ্রুততার সাথে। রোবট অত্যন্ত দ্রুতগতির মস্তিষ্কের কৃত্রিম প্রানী। মানুষের সাথে প্রতিটি ক্ষেত্রে রোবটের পার্থক্য রয়েছে। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ মরণশীল। Man is mortal but robot is not mortal. রোবট বেঁচে থাকবে যতক্ষন না এটিকে Destroy না করে দেয়া হবে। মানুষের ক্লান্তি আসে কিন্তু রোবটের আসে না। মানুষের মস্তিষ্কের মেমোরি রাখার সেল খুবই স্বল্প কিন্তু রোবটের তা নয়।
0 comments:
Post a Comment