মেঘের পরে মেঘ জমেছে

Wednesday, January 27, 2010

মেঘের পরে মেঘ জমেছে
লেখক:রবীন্দ্রনাথ ঠাকুর/Rabindranath Thakur
ক্যাটাগরী: বাংলা কবিতা/Bangla Kobita

মেঘের পরে মেঘ জমেছে,
আঁধার করে আসে-
আমায় কেন বসিয়ে রাখ
একা দ্বারের পাশে।
কাজের দিনে নানা কাজে
থাকি নানা লোকের মাঝে,
আজ আমি যে বসে আছি
তোমারই আশ্বাসে।
আমায় কেন বসিয়ে রাখ
একা দ্বারের পাশে।

তুমি যদি না দেখা দাও
কর আমায় হেলা,
কেমন করে কাটে আমার
এমন বাদল-বেলা।
দূরের পানে মেলে আঁখি
কেবল আমি চেয়ে থাকি,
পরাণ আমার কেঁদে বেড়ায়
দুরন্ত বাতাসে।
আমায় কেন বসিয়ে রাখ
একা দ্বারের পাশে।

0 comments:

Post a Comment

Categories

Blog Archive

Ads 468x60px