skip to main |
skip to sidebar
Jiboner ei dinguloalbum: Unknown
artist: Bappi Lahiri
জীবনের এতোগুলো দিন
জীবনের এতোগুলো দিন
কেটে গেল একা একা
তুমি কেন আগে আসনি
আগে কেন দাওনি দেখা
পৃথিবীতে ভালোবাসবার
সময় যে অল্প ভারী
শুধু শুধু এতটা সময়
হারালো যে দোষে তোমারি
আগে এলে তোমাকে নিয়ে
হতো আরো গল্প লেখা
তুমি কেন আগে আসনি
আগে কেন দাওনি দেখা
যৌবন যে কটা দিনের
সে কদিন ভালোবেসে যাও
দুজনাতে হও একাকার
সোহাগের স্রোতে ভেসে যাও
একই রঙে হোক না রঙিন
দুজনার স্বপ্নরেখা
তুমি কেন আগে আসনি
আগে কেন দাওনি দেখা
———————-
বাপ্পী লাহিড়ী, পুলক বন্দ্যোপাধ্যায়
0 comments:
Post a Comment