Ram সমস্যা

Friday, February 05, 2010

আপনার কম্পিউটারের মাদারবোর্ডে লাগানো Ram এ সমস্যা থাকলে উক্ত Ram স্লটটি মাদারবোর্ড থেকে খুলে অন্য অন্য একটি Ram স্লট লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন কোনো সমস্যা হচ্ছে কিনা।



Ram স্লট খোলার জন্যে আপনি আপনার দুই হাত ব্যবহার করবেন। দুই হাতের তর্জনী আঙুলের সাহায্যে Ram স্লটের দুইপাশের ক্লিপে চাপ দিন। Ram স্লট সুন্দরভাবে খুলে আসবে।
ত্রুটিপূর্ণ Ram সিপিউতে লাগিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। কারেণ Ram স্লটের দাম খুব একটা বেশি না। সুতরাং কোনো Ram ত্রুটিপূর্ণ হয়েছে বুঝতে পারার সাথে সাথে সেটি বদলে ফেলাই ভালো। নতুবা, পরবর্তীতে এর প্রভাব পড়তে পারে আপনার দামী মাদারবোর্ডে। কিংবা অন্য কোনো যন্ত্রাংশের উপর।

ধন্যবাধ।
কেমন লাগল অবশ্যই কমেন্ট লিখে জানাতে ভুলবেন না।

0 comments:

Post a Comment

Categories

Ads 468x60px