আছেন আমার মোক্তার

Tuesday, December 01, 2009

আছেন আমার মোক্তার / Achen amar mokter
artist: Syad Abdul Hadi / সৈয়দ আব্দুল হাদী
album:
movie:
lyric:
shur:

আছেন আমার মোক্তার
আছেন আমার ব্যারিস্টার।।

শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার।।

মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাঁই
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই ।।

দুই কান্দে দুই মুহূরি
লিখতে আছেন ডাইরি।।
দলিল দেইখা রায় দিবেন
টাকা পয়সার নাই কারবার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী তিনি জামিনদার

সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেন্জার
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার।।

পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া।।
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপি তিনি জামিনদার

1 comments:

Okazaki Tomoya said...

"তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া" গানটা শুনছেন? এটা তুফান ছিনেমার গান। গায়ক সম্ভবত সৈয়দ আব্দুল হাদী। গানটা পেলে আমাকে জানাবেন প্লিজ।

ওকাজাকি

Post a Comment

Categories

Blog Archive

Ads 468x60px